Breaking news

সকল আইন কানুন মেনেই তেঁতুলতলা মাঠে থানা হচ্ছে: ডিএমপি
সকল আইন কানুন মেনেই তেঁতুলতলা মাঠে থানা হচ্ছে: ডিএমপি

সকল আইন কানুন মেনেই তেঁতুলতলা মাঠে থানা হচ্ছে: ডিএমপি

দেশের প্রচলিত সব আইন কানুন মেনে কলাবাগানের তেঁতুলতলার ওই মাঠ থানা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি কোনও ব্যক্তির বা সংস্থার জমিতে বেআইনিভাবে থানা ভবন নির্মাণ করছে না। বিকল্প খেলার মাঠ ব্যবস্থার বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এখতিয়ারভুক্ত নয়।

চলছে থানা নির্মাণকাজ

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে কলাবাগান থানার জন্য ধানমন্ডি মৌজার ০.২০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ এর সকল বিধি-বিধান অনুসরণ করা হয়েছে। কলাবাগান থানার জন্য অধিগ্রহণকৃত ০.২০ একর জমি জরিপ অনুযায়ী সরকারি সম্পত্তি ও বাংলাদেশ সরকারের পক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন।

জমি অধিগ্রহণ প্রক্রিয়া নিম্নরূপঃ

১। কলাবাগান থানার জন্য ০.২০ একর জমি অধিগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়;

২। সরকারি প্রয়োজনে ও জনস্বার্থে রাজউক এর কোন আপত্তি নেই মর্মে ছাড়পত্র পাওয়া যায়;

৩। জায়গাটির প্রস্তাবিত ভূমি ব্যবহার Urban Residential Zone হিসাবে চিহ্নিত আছে মর্মে নগর উন্নয়ন এর ছাড়পত্র পাওয়া যায়;

৪। সরকারের প্রচলিত আইন ও নীতি অনুসরণে অধিগ্রহণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর এর অনাপত্তি পত্র পাওয়া যায়;

৫। স্থানীয় মাননীয় সংসদ সদস্য, ঢাকা, উক্ত জমিতে এলাকাবাসির নিরাপত্তার সুবিধার্থে স্থায়ীভাবে কলাবাগান থানা স্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ডিও লেটার প্রদান করেন;

৬। জেলা প্রশাসক, ঢাকা সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে উক্ত জমি অধিগ্রহণের জন্য সুপারিশসহ ভূমি মন্ত্রণালয়ের মতামত প্রেরণ করেন;

৭। সরকারের কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটিতে কলাবাগান থানার জন্য ০.২০ একর জমি অধিগ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়;

৮। জেলা প্রশাসক, ঢাকা জমির ক্ষতিপূরণ মূল্য বাবদ পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা বরাবর ২৭,৫৪,৪১,৭১০/৯২ টাকার প্রাক্কলণ প্রেরণ করেন;

৯। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে ২৭,৫৪,৪১,৭১০/৯২ টাকার ব্যয় মঞ্জুরী পাওয়া যায়;

১০। জেলা প্রশাসক, ঢাকা বরাবর প্রাক্কলিত টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়;

১১। গত ৩১/০১/২০২২খ্রিঃ ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, জেলা প্রশাসক এর কার্যালয়, ঢাকা কর্তৃক সরেজমিনে ডিএমপিকে উক্ত জমির দখলভার হস্তান্তর করা হয়;

১২। জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, ভূমি অধিগ্রহণ শাখা-০৪, অধিগ্রহণ মামলা নং-০৪.২০.০৮/২০১৯-২০২০ কলাবাগান থানার ০.২০ একর জমি অধিগৃহীত ও দখল হস্তান্তর বিষয়ে বাংলাদেশ গেজেট এর ৬ষ্ঠ খন্ডে বৃহস্পতিবার, ফেব্রæয়ারি ১৭, ২০২২ সালে প্রকাশিত হয়;

১৩। গত ২৭/০৩/২০২২ খ্রিঃ তারিখে উক্ত জমির নামজারী ও জমাভাগকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

১৪। প্রস্তাবিত থানার জায়গা তেতুলতলা মাঠ হতে কিছু দূরে কলাবাগান মাঠ রয়েছে।

সেখানে বাচ্চাদের খেলাধুলাসহ সামাজিক অনুষ্ঠান করার সুযোগ রয়েছে। জনস্বার্থে সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কলাবাগান থানা নির্মাণের জন্য দেশের প্রচলিত সকল আইন কানুন মেনে বরাদ্দ দিয়েছে।

এক্ষেত্রে ডিএমপি কোন ব্যক্তির বা সংস্থার জমিতে বেআইনীভাবে থানা ভবন নির্মাণ করছে না। বিকল্প খেলার মাঠ ব্যবস্থার বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এখতিয়ারভুক্ত নয়।

 


Published: 2022-04-26 10:57 am   |   View: 1245   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow