Breaking news

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেফতার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেফতার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেফতার

অর্থ আত্মসাত মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণ নিয়োগপ্রাপ্ত ১৬৯ জনকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের অভিযোগ এনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ২০১২ সালের ২৯ জুন জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে পুলিশ আদালতে পাঠায়। আদালত মামলাটি তদন্তে দুদককে দায়িত্ব দেন। দুদক তদন্তকালে অভিযুক্ত ১৩ জনের মধ্যে ইতিপূর্বে তিন জনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, মামলার মুল অভিযুক্ত মো. বদরুজ্জামানকে গত রাতে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Published: 2021-06-28 14:49:21   |   View: 1426   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow