Breaking news

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২৭ জন
করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২৭ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২৭ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭ জন। আগের দিন ৫ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৪ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০ জন। শনাক্তের হার দশমিক ৪৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৪৭ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ২৯৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৯ শতাংশ।


Published: 2022-04-25 11:02 am   |   View: 1244   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow