Breaking news

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা বাংলাদেশের
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা বাংলাদেশের

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা বাংলাদেশের

সুইডেনের কয়েকটি শহরে ডানপন্থী উগ্রবাদী গোষ্ঠী পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সুইডেনে অস্থিরতা, সহিংস বিক্ষোভে বেসামরিক মানুষ ও আইন প্রয়োগকারী কর্মীদের হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে।

 

বাংলাদেশ বিশ্বাস করে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও সম্মান করতে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহনশীলতা অনুশীলন ও অযাচিত উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

গত বৃহস্পতিবার সুইডেনে স্ট্রাম কুর্স নামের কট্টরপন্থী পার্টি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সুইডেনের বেশ কয়েকটি শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয়। বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়।


Published: 2022-04-20 11:21 am   |   View: 1255   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow