Breaking news

জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান বাইডেনের
জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান বাইডেনের

জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরে যাচ্ছেন না বলে ঘোষণা করেছে হোয়াইট হাউজ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত কয়েকদিন ধরে বাইডেনকে কিয়েভ সফরে যাওয়ার জন্য ব্যাপক অনুরোধ জানিয়ে আসছিলেন। এর জের ধরে বাইডেন ইউক্রেন যেতে পারেন বলেও কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছিল।

কিন্তু হোয়াইট হাউজ সোমবার রাতে এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। সেখানে তিনি রাশিয়াকে আরও বেশি একঘরে করে রাখার উপায় নিয়ে আলোচনা করবেন।

সম্ভাব্য ভিডিও কলে রাশিয়ার বিরুদ্ধে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়েও কথা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট বাইডেন না গেলেও পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিরক্ষামন্ত্রীর মতো পদস্থ কোনো কর্মকর্তাকে কিয়েভে পাঠানো হবে।

গত ২৪ ফেব্রুয়ারি আমেরিকার মিত্র দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এর জেরে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার জেরে রুশ মুদ্রা রুবলের মান তাৎক্ষণিকভাবে পড়ে গেলেও পরে মুদ্রাটি আবার ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এক বক্তব্যে তার দেশের অর্থনৈতিক সূচকগুলোর ঊর্ধ্বমুখী অবস্থার খবর দিয়েছেন। সূত্র : পার্সটুডে


Published: 2022-04-19 08:35 am   |   View: 1216   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow