মেক্সিকোর অপরাধ সিন্ডিকেটের প্রধান ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রাগ লর্ড হিসেবে পরিচিত জোয়াকিন গুজম্যান বা এল চ্যাপোর স্ত্রী এমা করোনেল আইসপুরোকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) এক আদেশে এ সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি ফেডারেল আদালত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। তার বিরুদ্ধে স্বামীর অবৈধ ব্যবসায় সাহায্যের অভিযোগ আনা হয়।
সিএনএন জানায়, এমার বিরুদ্ধে আনা অভিযোগের শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ৩২ বছর বয়সী সাবেক এ বিউটি কুইন
দোষ স্বীকার করে আদালতে ক্ষমা চান এবং অনুশোচনা প্রকাশ করেন। পরে তার সংক্ষিপ্ত সাজা চান মার্কিন প্রসিকিউটররা।
সাজা ঘোষণার আগে তিনি স্প্যানিশ ভাষায় বলেন, আমি সবকিছু জন্য সত্যিকারভাবে অনুশোচনা প্রকাশ করছি। পরিবারকে আমি যে যন্ত্রণা দিয়েছি তার ফল ভোগ করছি।
এ সময় নয় বছরের যমজ কন্যাকে লালন-পালনের অনুমতি চান করোনেল। বলেন, তারা ইতিমধ্যে মা-বাবার একজনের উপস্থিতি ছাড়াই বেড়ে উঠছে। আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে মায়ের উপস্থিতি ছাড়া তাদের বেড়ে উঠতে দেবেন না।
ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। জুনে ষড়যন্ত্র থেকে অবৈধ মাদক বিতরণসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এমাকে। মেক্সিকোর কারাগার থেকে এল চ্যাপোকে পালাতে সাহায্য করার বিষয়টিও স্বীকার করে নেন তিনি।
এমার ৬৪ বছর বয়সী স্বামী বর্তমানে কলোরাডোতে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।