Breaking news

দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে। আর এই সাইবার অপরাধ দমনে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বড় আকারে করতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের অনেক অনেক দূর হেঁটে যেতে হবে।

আজ দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ বছর ‘কমিউনিটি পুলিশিং ডে’র স্লোগান- ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে সাইবার ইউনিট আমরা করেছি কিন্তু সেটা ছোট আকারে আছে। দেশে সাইবার ক্রাইম (অপরাধ) যেভাবে উন্মোচিত হচ্ছে তা ধারণার বাইরে বেড়ে যাচ্ছে। সাইবার অপরাধ দমনে আমরা সেভাবেই আমাদের পুলিশকে তৈরি করছি।

তিনি বলেন, টেকনোলজির ব্যবহারের ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। তবে আমাদের ভালো দিকটা বেছে নিতে হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, অতিসম্প্রতি দেখেছি, যে ধরনের উসকানি আসছিল, যেভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছিল একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল সেটাও কিন্তু আমাদের জনগণ ও পুলিশ এক হয়ে প্রতিরোধ করেছে। আমরা সেই জায়গা থেকে নিস্তার পেয়েছি। এক কথায় বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারতো। কারণ যে যার ধর্ম আমরা হৃদয় দিয়ে পালন করি।


Published: 2021-10-30 12:03 pm   |   View: 1254   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow