Breaking news

ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় যুবক গ্রেপ্তার
ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় যুবক গ্রেপ্তার

ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় যুবক গ্রেপ্তার

ফেসবুকে বিতর্কিত পোস্ট করে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১২টার পরে হৃদয় সরকার (২০) নামে এই হিন্দু যুবজকে গ্রেপ্তার করে নরসিংদীর পলাশ থানার পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুসলিম ধর্মের অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত যুবক নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল পৌর এলাকার বনিক পাড়ার তপন সরকারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হৃদয় সরকার নিজের ফেসবুক আইডি ব্যবহার করে মূর্তির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, 'পিকটা ভালো করে দেখ? কতগুলো মুসলিম ধর্মের কুত্তার বাচ্চারা এ কাজ করেছে।' এতে স্থানীয় মুসল্লিদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে রাতেই বিক্ষোভ মিছিল বের করে। এরপর হৃদয় সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।  

এ ব্যাপারে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোস্টদাতা হৃদয় সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত যুবক জিজ্ঞাসাবাদে ওই পোস্ট করার কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, ফেসবুক আইডি থেকে ওই বিতর্কিত পোস্ট মুছে ফেলে তার ভুল স্বীকার করে নতুন করে আরেকটি পোস্ট করে ক্ষমা চেয়েছেন যুবক। 


Published: 2021-10-16 08:46 am   |   View: 1388   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow