Breaking news

শরীয়তপুরে মা ইলিশ শিকারের দায়ে ২৯ জেলে দন্ডিত
শরীয়তপুরে মা ইলিশ শিকারের দায়ে ২৯ জেলে দন্ডিত

শরীয়তপুরে মা ইলিশ শিকারের দায়ে ২৯ জেলে দন্ডিত

ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১০ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার আজ শনিবার সকাল ১১ টায় জানান, গত ২৪ ঘন্টায় মা ইলিশ রক্ষা অভিযানের ১৩তম দিনে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় মা ইলিশ রক্ষায় ১৪ টি অভিযানে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় ২৯ জেলেকে আটক করে ১৯ জেলেকে কারাদন্ড ও ১০ জেলেকে ৮৫ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। তাদের কাছ থেকে ১ লক্ষ ৪৪ হাজার মিটার কারেন্ট জাল ও ১২৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ মা ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


Published: 2021-10-16 08:42 am   |   View: 1355   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow