Breaking news

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল

দুবাই ও ওমানে অনুষ্ঠেয় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেয়া সময় শেষ হবার একদিন আগে বিশ্বকাপের জন্য দল ঘোষনা করলো বিসিবি।  
ঘোষিত দলে কোন চমক নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দলে থাকা মোসাদ্দেক হোসেন বাদে সকলেই বিশ্বকাপ দলে রাখা হয়েছে। 
স্ট্যান্ড-বাই তালিকায় আছেন পেসার রুবেল হোসেন ও লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। 
সাম্প্রতিক সময়ে যারা নিয়মিত এই ফরম্যাটে খেলছেন তারাই বিশ্বকাপ দলে জায়গা পাবার যোগ্য  উল্লেখ করে আগেই বিশ্বকাপ না খেলার ঘোষনা দিয়েছিলেন তামিম ইকবাল।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৪ নভেম্বর। প্রথম  রাউন্ডে গ্রুপ ‘বি’তে স্বাগতিক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। সুপার-১২তে খেলতে হলে প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে হবে বাংলাদেশকে। 
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
স্ট্যান্ড-বাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। 


Published: 2021-09-09 09:16 am   |   View: 1341   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow