Breaking news

স্কুল-কলেজে সপ্তাহে কত দিন ক্লাস হবে জানালো মাউশি
স্কুল-কলেজে সপ্তাহে কত দিন ক্লাস হবে জানালো মাউশি

স্কুল-কলেজে সপ্তাহে কত দিন ক্লাস হবে জানালো মাউশি

মহামারী করোনা পরিস্থিতিতে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে ১২ সেপ্টেম্বর থেকে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দিনে কত বিষয়ে কতটি ক্লাস হবে তা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তর জানায়, শ্রেণিকক্ষে তিন ফুট দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসানো হবে। ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন ও ২০২২ সালের পরীক্ষার্থীদের দুইদিন ক্লাশ নেয়া হবে। এছাড়া সোমবার থেকে বৃহস্পতিবার অন্যান্য স্তরে ক্লাস নেওয়া হবে।

আজ মঙ্গলবার স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করে একটি মৌলিক রুটিন প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বা আগামীকাল বুধবার রুটিনটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।


Published: 2021-09-07 01:10 pm   |   View: 1405   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow