Breaking news

কাওলা-তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু ২০২২ সালে
কাওলা-তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু ২০২২ সালে

কাওলা-তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু ২০২২ সালে

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) বনানীতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শাহজালাল বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ১১ কিলোমিটার অংশ আগামী বছর খুলে দেওয়া হবে।

আওয়ামী লীগের আগাম কাউন্সিল প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের আগাম কাউন্সিল নিয়ে সভানেত্রী কোন নির্দেশনা দেননি।

চলতি মাসের ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের ওয়ারকিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যদি কোন নেতা আগাম সম্মেলন চাই তাহলে ওয়ার্কিং কমিটির সভায় প্রস্তাবের সুযোগ রয়েছে বলে জানান কাদের।

আগামি ওয়ার্কিং কমিটির বৈঠকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটিসহ অনেক ইস্যুতে আলোচনা হবে বলেও জানান তিনি।


Published: 2021-09-05 08:08 am   |   View: 1260   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow