Breaking news

আজ দেশের যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে
আজ দেশের যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ দেশের যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া পূর্বাভাসে বলে হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এছাড়াও আজ দেশে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোথাও কোথাও ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

গতকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির হতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


Published: 2021-09-05 07:38 am   |   View: 1302   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow