Breaking news

বিশ্বে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র
বিশ্বে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র

বিশ্বে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র

বিশ্বেজুড়ে চলমান টিকা কার্যক্রমও লাগাম টানতে পারছে না করোনায় মৃত্যু ও সংক্রমণে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ১০ হাজার প্রাণহাণি এবং ৬ লাখ ৫১ হাজার রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ কোটি ৩৯ লাখে। মোট প্রাণহানি ছাড়িয়েছে  ৪৪ লাখ ৬৩ হাজার।  গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু দু'টোতেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র । ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ১শ ৩০ জনের প্রাণহাণি ও ১ লাখ ৪৪ হাজারের বেশি সংক্রমণ হয়েছে।

এদিকে, দৈনিক প্রাণহানিতে দিত্বীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৩৮ জনের প্রাণ গেছে।

তবে ফের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে ভারতের। দেশটিতে একদিনে ৫১ হাজার সংক্রমণ ৭শ ৩৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, স্বস্তিতে নেই ব্রাজিলও। এছাড়া মৃত্যু বেড়েছে মেক্সিকো, রাশিয়া ও ইরানে। 


Published: 2021-08-25 04:17 am   |   View: 1289   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow