Breaking news

ফেসবুকেই জানা যাবে করোনা টিকা কেন্দ্রের ঠিকানা
ফেসবুকেই জানা যাবে করোনা টিকা কেন্দ্রের ঠিকানা

ফেসবুকেই জানা যাবে করোনা টিকা কেন্দ্রের ঠিকানা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে দেশে ‘ভ্যাকসিন ফাইন্ডার’ টুল চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এতে করে এখন থেকে ফেসবুকের মাধ্যমে জানা যাবে দেশের করোনা টিকা কেন্দ্রের ঠিকানা।

শুধু তাই নয় টিকা কারা নিতে পারবেন এবং নিকটস্থ টিকাকেন্দ্র কোথায় তাও বলে দেবে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক এসব তথ্য জানায়। 

ফেসবুক বলছে, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানুষকে করোনা-সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করা এবং দেশে টিকাদান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য ফেসবুকের এ উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে ফেসবুক আরও জানিয়েছে, মহামারি চলাকালে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং মানুষকে সর্বশেষ তথ্যের সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে ফেসবুক।


Published: 2021-07-28 07:36 am   |   View: 1239   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow