Breaking news

কচুয়ায় করোনার নমুনা দিতে এসে মৃত্যুর কোলে কামরুন্নাহার
কচুয়ায় করোনার নমুনা দিতে এসে মৃত্যুর কোলে কামরুন্নাহার

কচুয়ায় করোনার নমুনা দিতে এসে মৃত্যুর কোলে কামরুন্নাহার

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে বুধবার সকালে কামরুন্নাহার (৪০) নামের এক নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি পাশ্ববর্তী উপজেলা মতলব দক্ষিণের পদুয়া গ্রামের মো. আব্দুর সাত্তারে স্ত্রী।

কামরুন্নাহারের স্বামী আব্দুর সাত্তার জানান, আমার স্ত্রীর আগেই হৃদরোগ ছিল। গত কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি-কাশি থাকায় তাকে করোনা পরীক্ষা করার জন্য কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সালাউদ্দীন মাহমুদ জানান, কামরুন্নাহার হৃদরোগ ও জ্বর. সর্দি কাশি থাকায় এবং অনেক দিন যাবৎ বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সংকটাপন্ন অবস্থায় নমুনা দিতে এসে মৃত্যু বরণ করেন। তিনি অন্য কোন রোগে ভুগছিলেন কিনা জানা যায়নি। মৃত নারীর স্বজনেরা তার লাশ নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে।


Published: 2021-07-28 07:27 am   |   View: 1316   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow