Breaking news

ঘুমন্ত শ্রমিকদের ওপরে উঠে গেল ট্রাক, নিহত ১৮
ঘুমন্ত শ্রমিকদের ওপরে উঠে গেল ট্রাক, নিহত ১৮

ঘুমন্ত শ্রমিকদের ওপরে উঠে গেল ট্রাক, নিহত ১৮

ভারতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই শ্রমিক। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৪ জন । আজ সকালে ভারতের উত্তর প্রদেশের বারাবানকি জেলার অযোধ্যা-লখনৌ জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বারাবানকি জেলার রাম সানেহি ঘাট থানার অদূরে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন হতাহত ওই শ্রমিকরা। গতি অনেক বেশি থাকায় ঘুমন্ত সেসব শ্রমিকের ওপর দিয়েই চলে যায় ট্রাকটি।

ভারতের লখনৌ জনের এডিজি সত্য নারায়ণ সাবাত বলেন, বারাবানকি জেলার রাম সানেহি ঘাট এলাকায় বাসটি নষ্ট হয়ে গেলে ড্রাইভার বাসটি ঠিক হওয়া পর্যন্ত শ্রমিকদের বিশ্রাম নিতে বলেন। পরে তারা মহাসড়কেই ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান।


Published: 2021-07-28 06:22 am   |   View: 1182   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.comup-arrow