Breaking news

রাঙ্গামাটিতে লকডাউন পালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত
রাঙ্গামাটিতে লকডাউন পালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত

রাঙ্গামাটিতে লকডাউন পালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত

রাঙ্গামাটি জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কঠোরভাবে লকডাউন পালন নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। 
সোমবার সকাল ৬টা থেকে রাঙ্গামাটিতে সকল দোকানপাট ও শপিং মল বন্ধ রয়েছে। তবে মুদিদোকান, কাঁচা বাজার সহ ওষুধের দোকান খোলা রয়েছে। লকডাউন না মেনে বের হওয়ায় কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) কে জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন পালন নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি মোবাইল টিম কাজ করছে।
এদিকে জনসাধারণকে কঠোরভাবে লকডাউন পালনে সচেতন করতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে লকডাউন পালন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
 


Published: 2021-07-26 07:30 am   |   View: 1296   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow