Breaking news

কলকাতায় গ্রেপ্তার তিন ‘জঙ্গির’ বাড়ি গোপালগঞ্জে
কলকাতায় গ্রেপ্তার তিন ‘জঙ্গির’ বাড়ি গোপালগঞ্জে

কলকাতায় গ্রেপ্তার তিন ‘জঙ্গির’ বাড়ি গোপালগঞ্জে

ভারতের কলকাতায় তিন সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করেছে ভারতের কলকাতায় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

শনিবার (১০ জুলাই) রাতে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সূত্রে জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন- নাজিউর রহমান পাভেল ওরফে জোসেফ, মিখাইল খান ওরফে শেখ সাব্বির ও রবিউল ইসলাম। তাদের প্রত্যেকের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

কলকাতা পুলিশের দাবি, নব্য জেএমবির সদস্য। তারা প্রত্যেকেই জেএমবির বড় মাপের নেতা। তবে তারা কেন কলকাতায় গিয়েছিল, কোনো জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, তাদের সঙ্গে আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর কোনও সম্পর্ক আছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।

এসটিএফ এর ডেপুটি কমিশনার অপরিজিতা রাই রোববার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কীভাবে এখানে এলেন, কী উদ্দেশ্য, নাশকতা বা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত কি না এবং তাদের পশ্চিমবঙ্গে ঢুকতে কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার (১২ জুলাই) তাদের কলকাতার আদালতে তোলা হবে।

সূত্র: আনন্দবাজার।


Published: 2021-07-12 08:18 am   |   View: 1614   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow