Breaking news

করোনা মোকাবিলায় বিধিনিষেধের কড়াকড়িসহ কারফিউ জারির ঘোষণা থাইল্যান্ডের
করোনা মোকাবিলায় বিধিনিষেধের কড়াকড়িসহ কারফিউ জারির ঘোষণা থাইল্যান্ডের

করোনা মোকাবিলায় বিধিনিষেধের কড়াকড়িসহ কারফিউ জারির ঘোষণা থাইল্যান্ডের

থাই কর্তৃপক্ষ করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে অন্যান্য বিধিনিষেধের পাশাপাশি রাজধানী ব্যাংকক এবং নয়টি প্রদেশে শুক্রবার ৭ ঘন্টার রাত্রিকালীন কারফিউ জারি করেছে। 
দেশটিতে এপ্রিলে শুরু হওয়া সংক্রমণের তৃতীয় ধাপে দৈনিক সংক্রমণের সংখ্যা ৯ হাজার ২৭৬ এবং মৃতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার দীর্ঘ বৈঠকের পরে সরকারের করোনাভাইরাস টাস্করফার্সেও এক কর্মকর্তা বিধিনিষেধ আরো কড়াকড়ির ঘোষণা দেন।
এতে বলা হয়, সোমবার রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত কারফিউ বলবত থাকবে এবং এ সময় জনগণকে ঘরে থাকতে বলা হয়েছে। 
এই ঘোষণায় রাজধানীর ১ কোটির বেশী লোকের পাশপাশি আশপাশের এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জনগণের ওপর প্রভাব পড়বে। 
করোনা টাস্কফোর্সেও সহকারী মুখপাত্র আপিশামাই শ্রীরঙ্গসন বলেন, “সর্বাধিক বিধিনিষেধ আরোপ এলাকায় বসবাসকারী লোকদের অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী, তবে এটি রোগ নিয়ন্ত্রনে সহায়ক হবে, এতে থাইল্যান্ড জয়ী হবে।” “এ সময় অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ থাকবে।” 
বাসিন্দাদের ৫ জনের বেশী লোকের একত্রে জড়ো হতে নিষেধ করা হয়েছে, অন্যদিকে গণপরিবহন প্রতিদিন রাত ৯টা থেকে বন্ধ থাকবে। 
সুপারমার্কেট, রেস্তোরা, ব্যাংক, ফার্মেসি এবং ইলেকট্রোনিকস দোকান খোলা থাকবে, অন্যান্য দোকান অবশ্যই বন্ধ রাখতে হবে। 
এয়ার এশিয়া শুক্রবার সন্ধ্যায় বলেছে, সরকালের প্রটেষ্টায় সহযোগিতার জন্য আভ্যন্তরীণ ভ্রমণ হ্রাসের জন্য তারা থাইল্যাান্ডে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখবে।
ডবমান সংস্থাাটি বলেছে, তারা ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবে এবং ১ আগস্ট পুনরায় ফ্লাইট চালু হবে। খবর সুত্র : বাসস,


Published: 2021-07-10 07:47 am   |   View: 1232   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow