Breaking news

ডাকাতির পর পুলিশ-জনতা সংঘর্ষ : নিহত ২
ডাকাতির পর পুলিশ-জনতা সংঘর্ষ : নিহত ২

ডাকাতির পর পুলিশ-জনতা সংঘর্ষ : নিহত ২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরো একজন নিহত ও অর্ধশতাধিক হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জিলু মিয়া (৭০) ও মফিজ আলী (৬০)। এদের মধ্যে জিলু মিয়া ডাকাতের হামলায় আর মফিজ পুলিশের গুলিতে মারা গেছেন। তাদের মধ্যে তিন মোস্তাফা নগরের বাসিন্দা কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান জানান, ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার আনোয়ারপুর গ্রামে ডাকাতিকালে বল্লমের আঘাতে গৃহকর্তা জিলু মিয়া মারা যান। এ সময় গ্রামবাসীরা ধাওয়া করে ডাকাতকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ডাকাতকে থানায় নিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা বাধা দেয়। পরে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে মফিজ মিয়া ঘটনাস্থলেই মারা যান।। সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ প্রায় অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে।

Published: 2021-06-21 07:09:24   |   View: 1416   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow