Breaking news

পটুয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
পটুয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

পটুয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মৌডুবি বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় উপজেলার মৌডুবি বাজারের পার্শ্বের মাঠে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন আকনের (ধানের শীষ) পূর্ব নির্ধারিত পথসভা ছিল। বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থী দেলোয়ার হোসেনের (নৌকা) সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এসময় দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন নেতাকর্মী-সমর্থক আহত হন।

জাহাঙ্গীর হোসেন আকন বলেন, `পূর্ব নির্ধারিত পথসভায় যাওয়ার পথে দেলোয়ার হোসেনের সমর্থক মৌডুবি আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টুকুর নেতৃত্বে কিছু লোক আমাদের ওপর হামলা চালায়।`

তিনি দাবি করেন, এতে আমাদের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।

মৌডুবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টুকু বলেন, `বিএনপির হামলায় আমাদের দলের ৮-১০ জন কর্মী আহত হয়েছেন। আমরা তাদের ওপর আমরা কোনো হামলা করিনি।`

আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, `আমার কোনো কর্মী বা সমর্থক ওই পথসভায় হামলা করেনি। কারা এ হামলা করেছে তা আমি জানি না।`

রাতে রাঙ্গাবালী থানার ওসি শামসুল আরেফীন বলেন, আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কথা শুনেছি। এতে দুপক্ষের লোকজনই আহত হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Published: 2021-06-25 09:39:46   |   View: 1419   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow