Breaking news

অক্টোবরে বার্সা-রিয়াল লড়াই
অক্টোবরে বার্সা-রিয়াল লড়াই

অক্টোবরে বার্সা-রিয়াল লড়াই

ইউরো চ্যাম্পিয়নশিপ আর কোপা আমেরিকার ডামাডোলের মধ্যে নতুন মৌসুমের আগমনী বার্তা দিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

ইউরো চ্যাম্পিয়নশিপ আর কোপা আমেরিকার ডামাডোল বাজছে। দুই মহাদেশীয় টুর্নামেন্টে মেতেছে ফুটবল বিশ্ব।

এর মাঝেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমের আগমনী বার্তা দিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০২১-২২ মৌসুমের স্প্যানিশ লা লিগার সূচি প্রকাশ করেছে ক্লাবটি। আগামী আগস্টে পর্দা উঠবে স্প্যানিশ সর্বোচ্চ পর্যায়ের এই লিগের।

এ সূচি মোতাবেক আগামী ১৫ আগস্ট ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের মধ্যকার ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা মিশন শুরু করবে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। তবে লা লিগায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। ঐতিহ্যবাহী এল ক্ল্যাসিকোর অপেক্ষা অবশ্য শেষ হবে আগামী অক্টোবরে। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সা মাঠে নামবে নিজের মাঠ ন্যু ক্যাম্পে। গেল মৌসুমের প্রথম লড়াইয়ে বার্সা হেরেছিল ১-০ গোলে।

৩ অক্টোবর কাতালানরা খেলবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচটা হবে ১৭ অক্টোবর। ফিরতি লেগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের আতিথ্য নেবে মার্চে। দুই দল মুখোমুখি হবে আগামী বছরের ২০ মার্চ।

আর অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচটি বার্সেলোনা খেলবে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি। আগামী বছরের ২২ মে ভিয়ারিয়ালের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে বার্সেলোনা।


Published: 2021-07-01 06:13 am   |   View: 1248   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow