Breaking news

করোনা ভাইরাসের সংক্রমন রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খিলগাঁও থানার উদ্যাগে ফ্রি মাস্ক বিতরন
করোনা ভাইরাসের সংক্রমন রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খিলগাঁও থানার উদ্যাগে ফ্রি মাস্ক বিতরন

করোনা ভাইরাসের সংক্রমন রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খিলগাঁও থানার উদ্যাগে ফ্রি মাস্ক বিতরন

করোনা ভাইরাসের সংক্রমন রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানার উদ্যাগে মাস্ক বিতরন করা হয়েছে।

আজ বেলা ১২.০০ ঘটিকায় খিলগাঁও থানাধীন রেলগেট সংলগ্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যেগ গ্রহন করা হয়। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদের সার্বিক নির্দেশনায় খিলগাঁও থানা পুলিশ এ আয়োজন করে।


এসময় জনগনের মধ্যে মাস্ক বিতরন ছাড়াও করোনা প্রতিরোধে নানান দিক নির্দেশনা প্রদান করেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুখ আলম। এছাড়াও সে সময়ে আরো উপস্থিত ছিলেন ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুরুল আমীন, সহকারী পুলিশ কমিশনার সন্দীপ কুমার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) মোজাহারুল ইসলাম, খিলগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজিত কুমার রায়,ইন্সপেক্টর (অপারেশনস) সুমন দেওয়ান ও পেট্রোল ইন্সপেক্টর মোঃদেলোয়ার।


খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা bbn24.com কে জানান, করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনা বাস্তবায়নে পুলিশ বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।  উল্লেখ থাকে যে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকারের নানা উদ্যোগ মাঠপর্যায়ে পুলিশ কঠোর ভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। বাস্তবায়ন করতে গিয়ে এ পর্যন্ত ২০ হাজার জনের উর্ধে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন এবং ৯০ জন পুলিশ সদস্য মৃত্যু বরন করেন।


Published: 2021-06-27 08:03:19   |   View: 1255   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow