Breaking news

শনিবার ঢাকায় শুরু ৮ জাতির হকি
শনিবার ঢাকায় শুরু ৮ জাতির হকি

শনিবার ঢাকায় শুরু ৮ জাতির হকি

হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ প্রসঙ্গ উঠতেই জিমিদের চোখে ভেসে উঠবে প্রথম আসরের কথা। সেবার বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে চমক দেখিয়েছিল চীনকে হারিয়ে। শেষ পর্যন্ত লাল সবুজ জার্সিধারীরা গ্রুপে তৃতীয় হয়েছিল চীন আর ওমানকে পেছনে ফেলে। ২০১৩ সালে দিল্লিতে আয়ারল্যান্ডের কাছে না হারলে বাংলাদেশের হকির ইতিহাসটা লেখা হতো অন্যভাবে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারাতেই হয়ে যায় সর্বনাশ। দুর্দান্ত খেলা বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি হয়েছিলেন দিল্লি পর্বের সেরা মিডফিল্ডার।

২০১৫ সালে সিঙ্গাপুরে দ্বিতীয় আসরটা ভালো কাটেনি বাংলাদেশের, ৮ দেশের মধ্যে ষষ্ঠ হয়ে ঘরে ফিরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। এবার সেই পর্বটি ঘরের মাঠেই খেলবেন জিমি-চয়নরা। দ্বিতীয় রাউন্ডের আয়োজক হওয়ায় এবার বাংলাদেশকে খেলতে হয়নি প্রথম পর্ব। এবার দ্বিতীয় পর্ব রাঙিয়ে দেয়ার ভালো সুযোগ বাংলাদেশের সামনে। শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে ৮ জাতির এ হকি টুর্নামেন্ট। বাংলাদেশে এটাই হচ্ছে সব চেয়ে বড় মাপের টুর্নামেন্ট।

দ্বিতীয় রাউন্ডে ২৪ দেশ খেলছে ৩ ভেন্যুতে। ঢাকায় বাংলাদেশের সঙ্গে আছে ৭ অতিথি দেশ-মালয়েশিয়া, চীন, ওমান, মিশর, ফিজি, ঘানা ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া, ওমান ও ফিজি। বাকি দলগুলো ‘বি’ গ্রুপে। ঢাকা পর্ব থেকে দুটি দল পাবে সেমিফাইনাল বা তৃতীয় রাউন্ডের টিকিট। যদিও ঠিক কয়টি দেশ উঠবে পরের রাউন্ডে তা নিয়ে আছে ধোঁয়াশা। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক শুক্রবার গণমাধ্যমকে বলেছেন,‘আমাদের কাছে যে কাগজ-পত্র এসেছে তাতে উল্লেখ আছে দুটি দল যাবে পরের রাউন্ডে। তবে এর বাইরেও কিছু হিসেবে আছে। তা বোঝা যাবে অন্য ৩ ভেন্যুর খেলার উপর।’

ঢাকায় যে দেশগুলো খেলছে তার মধ্যে র্যা ঙ্কিংয়ে শীর্ষে মালয়েশিয়া। দেশটির অবস্থান পাকিস্তানেরও উপরে ১৩ নম্বরে। এর পর ১৮ নম্বরে চীন। মিশর আছে ২০ নম্বরে, ওমান ৩১ এবং বাংলাদেশ ৩২। র্যা ঙ্কিং বলে দিচ্ছে দ্বিতীয় রাউন্ড টপকানো কঠিন বাংলাদেশের জন্য।

শনিবার উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বিকেল ৪ টায়। এ দিন আছে আরো তিনটি ম্যাচ। সকাল সোয়া ৯ টায় চীন-ঘানা, বেলা সাড়ে ১১ টায় মিশর-শ্রীলঙ্কা ও বিকেলে পৌনে ২ টায় ওমান-ফিজি পরস্পরের মুখোমুখি হবে।

Published: 2021-06-20 05:00:32   |   View: 1437   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow