Breaking news

রাজধানীতে ভেজাল ঘিঁ তৈরির অভিযোগে গ্রেফতার ৪, প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ
রাজধানীতে ভেজাল ঘিঁ তৈরির অভিযোগে গ্রেফতার ৪, প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ

রাজধানীতে ভেজাল ঘিঁ তৈরির অভিযোগে গ্রেফতার ৪, প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ

মো: মোস্তাফিজুর রহমান খান : রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল, ০১. আব্দুল সামাদ (৭৫), ০২. মো: রবিউল ইসলাম (৪৩), ০৩. মো: শাহজাহান (২৪), সহ মো: সোহাগ হোসেন (৩১)।

শনিবার (১২ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম bbn24.com কে এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীতে ভেজাল ঘি তৈরির অভিযোগে গ্রেফতার ৪
 

তিনি বলেন, রাজধানীর লালবাগের নাজিমউদ্দীন রোড এলাকায় একাধিক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করা হয়েছে। এ সময় চার জনকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনাকারী (অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ) টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বলেন, ১২ জুন,২০২১ (শনিবার) দুপুর ৩ টায় চকবাজার থানার বেগম বাজার, আলী হোসেন খান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আমরা গ্রেফতার করি।

গেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা নামিদামি ব্র্যান্ডের ভেজাল ঘি তৈরি করে বাংলাদেশে বাজারজাত করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।

 


Published: 2021-06-28 03:31:29   |   View: 1242   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow