Breaking news

বন্ধ সালেহপুর সেতু, তীব্র যানজট
বন্ধ সালেহপুর সেতু, তীব্র যানজট

বন্ধ সালেহপুর সেতু, তীব্র যানজট

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় আবারও রিপেয়ারিং ও টেস্টিংয়ের জন্য সাময়িকভাবে সালেহপুর সেতুর এক লেন দিয়ে যানচলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এর ফলে শনিবার (১২ জুন) সকাল থেকেই সেতুর হেমায়েতপুরগামী লেনে উভয়মুখী যানচলাচলের কারণে প্রায় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে।

আমিনবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ জালাল উদ্দিন রুমি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জালাল উদ্দিন রুমি বলেন, এর আগে এই ব্রিজের ত্রুটি সারানো হয়েছিলো। ওইটা এখন টেস্ট করছে সওজ। আগের ত্রুটিটা কতটা ওই পজিশনে আছে? যদি খারাপ পজিশন না হয় তাহলে ওনারা আজকে ছেড়ে দিবে। রাত ৮টার আগে ছাড়ার কথা। না হলে, আগামীকাল রোববার (১৩ জুন) সকালের মধ্যে ছেড়ে দিবে।

এর আগে, গত ১৩ জানুয়ারি সেতুটির ঢাকামুখী একটি লেনের গার্ডারে ফাটল দেখা দিলে তখন যানচলাচল বন্ধ করে দেয় সওজ কর্তৃপক্ষ। পরে সংস্কারকাজ শেষে চার সপ্তাহ পর ২০ ফেব্রুয়ারি যানচলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি।


Published: 2021-06-28 20:04:32   |   View: 1242   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow