Breaking news

ভারতে শ্মশান থেকে মৃতদের কাপড় চুরি, আটক ৭
ভারতে শ্মশান থেকে মৃতদের কাপড় চুরি, আটক ৭

ভারতে শ্মশান থেকে মৃতদের কাপড় চুরি, আটক ৭

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। এরই মধ্যে দেশটিতে ঘটছে নানা আজব ঘটনা। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বাগপতের এলাকায়। শ্মশান ও কবরস্থান থেকে মৃতদেহের পোশাক চুরির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছে একটি চক্র।

এ ঘটনায় রবিবার ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা মৃতদেহের পরনের জামা-কাপড় ও অন্যান্য জিনিস চুরি করত।

পুলিশের সার্কেল অফিসার অলোক সিং জানিয়েছেন, মৃতদেহের বিছানার চাদর, শাড়ি, জামা চুরি করত অভিযুক্তরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫২০টি বিছানার চাদর, ১২৭টি কুর্তা, ৫২টি শাড়ি ও একাধিক জামা। সেগুলো ধুয়ে ও ইস্ত্রি করে গ্বয়ালিয়রের একটি কোম্পানির লেবেল সেঁটে বিক্রি করত তারা। এলাকার কাপড় ব্যবসায়ীদের সঙ্গেও অভিযুক্তরা যোগাযোগ রাখছিল। পুলিশ আরও জানায়, আটকদের মধ্যে ৩ জন একই পরিবারের। গত ১০ বছর ধরে এই কাজ করছে তারা। তাদের বিরুদ্ধে মহামারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে।


Published: 2021-06-28 00:12:13   |   View: 1293   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow