Breaking news

দু-তিন মাস পিছিয়ে হলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবছরেই
দু-তিন মাস পিছিয়ে হলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবছরেই

দু-তিন মাস পিছিয়ে হলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবছরেই

এ বছর ‘এসএসসি-এইচএসসি পরীক্ষা হবেই’। তবে তা নির্ধারিত সময় থেকে দু-তিন মাস পেছাতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

বুধবার (৫ মে) এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি বছর এসএসসি-এইচএসসির জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আগামী জুন-জুলাইয়ে এসএসসি ও সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু সেটি হয়তো আরও দু-এক মাস পিছিয়ে যেতে পারে। তবে পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নেই।’

 

তিনি আরও বলেন, ‘গতবার এইচএসসি পরীক্ষার্থীদের যেভাবে পাস করানো হয়েছে, তাকে অটোপাস বলা যায় না। কারণ তাদের পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি ছিল। এবারের এসএসসি কিংবা এইচএসসির বিষয়টি ভিন্ন। তারা ক্লাসে যেতে পারেনি। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসে হলেও এবার পরীক্ষায় বসতেই হবে শিক্ষার্থীদের।’


Published: 2021-06-17 08:17:09   |   View: 1279   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow