Breaking news

হাসপাতালে আগুনের ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
হাসপাতালে আগুনের ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

হাসপাতালে আগুনের ঘটনায় ইরাকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

ইরাকের একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩০ জনের প্রাণহানির ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি।

মঙ্গলবার (৪ মে) এক সরকারি বিবৃতিতে বলা হয়, দেশটির শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থনপুষ্ট হাসান আল-তামিমি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

গত ২৪ এপ্রিল অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে বাগদাদের ইবনে আল খাতিব নামে ওই হাসপাতালটির করোনা ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

ইবনে আল-খাতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেয়ার জন্যও দাবি ওঠে।

পরে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি বেশকিছু কর্মকর্তাসহ দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেন। মঙ্গলবার এই স্থগিতাদেশ তুলে নেন তিনি। তবে এর পরপরই স্বেচ্ছায় পদত্যাগ করেন হাসান আল-তামিমি।


Published: 2021-06-28 07:59:23   |   View: 1262   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow