Breaking news

দিন-রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত , আছে বজ্রবৃষ্টির আভাস
 দিন-রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত , আছে বজ্রবৃষ্টির আভাস

দিন-রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত , আছে বজ্রবৃষ্টির আভাস

তীব্র তাপদাহের পর গত দুদিনের বৃষ্টি জনজীবনে এনেছিলো প্রশান্তি। এই বৃষ্টিতে কিছুটা ঠাণ্ডা হয় প্রকৃতি। তবে আবারও তাপমাত্রা বাড়ার পূর্বাভাসই দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তবে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও খেপুপাড়ায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৪৯ মিলিমিটার।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

এমআরকে,


Published: 2021-06-29 09:06:30   |   View: 1271   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow