Breaking news

টম পেরেজ যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দলের চেয়ারম্যান নির্বাচিত
টম পেরেজ যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দলের চেয়ারম্যান নির্বাচিত

টম পেরেজ যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দলের চেয়ারম্যান নির্বাচিত

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক দলের চেয়ার নির্বাচিত হয়েছেন সাবেক শ্রমমন্ত্রী টম পেরেজ। শনিবার তাকে দলের চেয়ারম্যান নির্বাচিত করে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি। আটলান্টায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি বিজয় অর্জন করেন। এর মধ্য দিয়ে এ পদে প্রথমবারের মতো একজন লাতিনো নির্বাচিত হলেন। দলীয় নির্বাচনে মিনেসোটার প্রতিদ্বন্দ্বী কিথ এলিসনকে তিনি পরাজিত করেন ২৩৫-২০০ ভোটের ব্যবধানে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রথম কোনো মুসলিম নির্বাচিত সদস্য এই কিথ এলিসন। তাকে সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স। তবে এলিসনকে দলের ডেপুটি চেয়ারম্যান বানানো হয়েছে। টম পেরেজ বলেছেন, ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার দল আস্থা সঙ্কটে পড়েছে। তবে তা থেকে তিনি উত্তরণ ঘটাতে চান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্পকে। অন্যদিকে দলীয় সব সদস্যকে টম পেরেজের অধীনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এলিসন। কিন্তু এই দু’নেতার সামনে এখন দলকে একত্রিত করার মতো বিরাট একটি কাজ। হিলারি ক্লিনটনকে এবারের নির্বাচনে দলীয় প্রার্থী করায় তরুণ প্রগতিবাদী উদারপন্থিদের মধ্যে একটি বিভক্তি দেখা দিয়েছিল। সেই বিভেদরেখা তারা কতটা মুছতে পারবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনকে কিভাবে মোকাবিলা করেন তা এখন দেখার পালা। টম পেরেজ দলীয় ডেলিগেটদের উদ্দেশে বলেন, আমি আস্থাশীল যে, যখন আমাদের মূল্যবোধ নিয়ে অগ্রসর হবো তখন অবশ্যই আমরা সফল হবো। ডেমোক্রেটিক পার্টি সব সময় এটাই করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

Published: 2021-06-25 02:31:56   |   View: 1315   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow