Breaking news

প্রথমবার মুখোমুখি হচ্ছেন খাদিজা-বদরুল
প্রথমবার মুখোমুখি হচ্ছেন খাদিজা-বদরুল

প্রথমবার মুখোমুখি হচ্ছেন খাদিজা-বদরুল

ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে সিলেট আদালতে হাজির হয়েছেন হামলার শিকার কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস। এই মামলার প্রধান সাক্ষী হিসেবে আজ রোববার আদালতে জবানবন্দি দেবেন খাদিজা। এদিকে, খাদিজার ওপর হামলা মামলার আসামি বদরুল আলমকেও আজ আদালতে হাজির করা হবে। ফলে হামলার ঘটনার প্রায় চার মাস পর আজ প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন বদরুল ও খাদিজা। এর আগেও খাদিজাকে সাক্ষী দেওয়ার জন্য আদালতে তলব করা হলেও চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি তিনি। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানিয়েছেন, আজ সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে খাদিজার সাক্ষ্য গ্রহণ করা হবে। এর আগে রোববার সকাল সাড়ে ১০টার পর সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির হন খাদিজা। এ সময় তার সঙ্গে ছিলেন পিতা মাসুক মিয়া, চাচা কুদ্দুস মিয়া, মামা আব্দুল বাছিত ও ফুফু আখতারুন্নেছা। এই আদালতেই বদরুল আলমের বিরুদ্ধে করা খাদিজাকে হত্যাচেষ্টার মামলাটির বিচার চলছে। গত বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নির্মমভাবে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা দেওয়ার পর ২৮ নভেম্বর সাভারের সিআরপিতে স্থানান্তর করা হয় খাদিজাকে। সেখানে চিকিৎসা শেষে গত শুক্রবার সিলেটের নিজ বাড়িতে ফেরেন খাদিজা। এদিকে হামলাকারী বদরুল বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে। হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

Published: 2021-06-29 04:27:55   |   View: 1349   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow