Breaking news

দেশের প্রথম কোভিড বিশেষায়িত হাসপাতাল চালু কাল
দেশের প্রথম কোভিড বিশেষায়িত হাসপাতাল চালু কাল

দেশের প্রথম কোভিড বিশেষায়িত হাসপাতাল চালু কাল

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ডিএনসিসির কোভিড হাসপাতাল। সবকিছু ঠিক থাকলে কাল চালু হবে এই হাসপাতাল। প্রাথমিকভাবে ২০টি আইসিইউ ও ১৫০ সাধারণ বেড নিয়ে যাত্রা শুরু হলেও উন্নীত করা হবে এক হাজার শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল।

 

দ্বিতীয় ঢেউয়ে বেসামাল করোনা পরিস্থিতি। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে চাপ।হাসাপাতাল থেকে হাসপাতাল ঘুরেও মিলছেনা সাধারন শয্যা। কারও কারও ঠাঁই মিলছে মেজেতে কিংবা বারান্দায়। করোনার চিকিৎসা করাতে গিয়ে এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি সাধারণ মানুষ।

এমন বাস্তবতায় মহাখালী ডিএনসিসি মার্কেটে আইসোলেশন সেন্টারটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলার জোর প্রস্তুতি চলছে।   

সরেজমিনে পরিদর্শনে মিললো শেষ মুহূর্তের প্রস্তুতির চিত্র। বসানো হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এরই মধ্যে প্রস্তুত আছে দশটি আইসিইউ ও ১০ টি এসডিও বেড। সব ঠিক থাকলে রোববারই হাসপাতালটি চালু করতে চাচ্ছে কর্তৃপক্ষ। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানালেন, এটিই হবে দেশের প্রথম কোভিড হাসপাতাল।

আগামী মে মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে এই হাসপাতাল চালু করার পরিকল্পনার কথা জানান, হাসপাতালের পরিচালক।


Published: 2021-06-28 09:47:01   |   View: 1307   |  
Copyright © 2017 , Design & Developed By maa-it.com



up-arrow